Jokes and Jokes |
মোল্লা নাসিরুদ্দিন একবার বাণিজ্য উপলক্ষে বিদেশে গেছে। ব্যবসায় এত লোকসান হয়েছে যে খাবার পয়সাও পকেটে নেই। এদিকে ক্ষিদেয় পেট চোঁ চোঁ করছে। একটা সরাইখানায় ঢুকে দেখল এক ব্যক্তি মজা করে মাছ-গোশত বিরিয়ানি খাচ্ছে। আস্তে আস্তে লোকটার পাশে গিয়ে বসল। এবার মোল্লা নাসিরউদ্দিনের বলল-
-আমি আপনার গ্রাম থেকে এসেছি।
লোকটা গোগ্রাসে গিলছে আর বলছে আমার বাড়ির খবর জানেন?
-জ্বি, সব জানি।
- আমার বউ, ছেলে, উট, কুকুর সব ভালো আছে?
-আপনার কুকুরটা মারা গেছে।
-কিভাবে মরলো?
-আপনার উটের পচা মাংস খেয়েছিল।
- আমার উটটা কিভাবে মারা গেছে।
-আপনার বউয়ের কারণে।
-আমার বউ কি করেছিলো?
-আপনাকে সব খুলেই বলি। আপনার বউ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিলো। আর তার লাশটা রশি ছিড়ে এসে পড়েছিল হতভাগা উটটার উপরে তাই উটটা মারা গেল।
-কিম্তু আমার বউ কেন আত্মহত্যা করলো? কি এমন ঘটেছিল।
- আপনার ছেলেটা পানিতে ডুবে মারা যাওয়ায় খুবই দুঃখ পেয়েছিল মনে হয়। সব শুনে লোকটা খাওয়া-দাওয়া ভুলে তখনই দেশের পথ ধরল মোল্লা খুশিমনে সেই খাবারগুলো খেয়ে সরাইখানা থেকে বেরিয়ে পড়ল।
বলদ টাইপের এক লোকের গায়ে আগুন লাগলে সে দৌড়ে পুকুরে ঝাঁপ দিতে যাচ্ছে। এই সময় একটা লোক চিৎকার করে ডাকলো আমার জন্য একটু দাড়াও ভাই বিড়িটা ধরিয়ে নেই।
শ্মশানঘাটে এক ব্যক্তির লাশ আনা হয়েছে পোড়ানোর জন্য। কিন্তু কিছুতেই লাশটা পোড়ানো যাচ্ছিলো না। যতবারই আগুন জালানো হয় ততবারই আগুন নিভে যায়। এক ভদ্রলোক অনেকক্ষণ যাবৎ এ দৃশ্য দাড়িয়ে দাড়িয়ে দেখছিলেন। শেষে তিনি এগিয়ে এসে বললেন দাঁড়ালে লাশ পোড়ানোর জন্য ভিন্ন তরিকায় চেষ্টা করতে হবে। তিনি পকেট থেকে একটা ১০০ টাকার নোট বের করে লাশের উপর রাখলেন। তারপর আগুন জ্বালাতেই লাশটা পুড়ে গেল। উপস্থিত সকলেই বিস্মিত হয়ে জিজ্ঞেস করল যে, এই ঘটনার রহস্য কি? লোকটা বললেন মৃত ব্যাক্তি ছিলেন একজন পুলিশ বিভাগের লোক।
আখাউড়া রেল স্টেশনে একটি ট্রেন হুইসেল দিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেছে। এক ভদ্রলোক হন্তদন্ত হয়ে মালপত্র নিয়ে ট্রেনে উঠতে যাচ্ছে। এ সময় আরেক ভদ্রলোক তাকে জিজ্ঞাসা করল, ভাইজান এটা কি মেল ট্রেন নাকি? প্রথম ভদ্রলোক ভীষণ চটে গিয়ে বললেন ট্রেনের আবার মেল, ফিমেল আছে নাকি। তাড়াতাড়ি উঠে পড়ুন
মোল্লা অগণিত লোকের সঙ্গে মসজিদে জুমার নামাজ পরছে। তার আলখেল্লাটা উপরে উঠে যাওয়ায় পিছনের মুসল্লী সেটা টেনে নামিয়ে দিল। মোল্লা ভাবল এটা বুঝি নামাজেরই অংশ তাই মোল্লাও সামনের মুসল্লির আলখাল্লা টেনে নামিয়ে দিল। লোকটা অসন্তুষ্ট হয়ে বললো, নামাজের মধ্যে ইতরামি হচ্ছে। মোল্লার জবাব, আমার পিছনে যিনি বসেছেন তিনি এ ব্যাপারে ভাল জানেন।
প্রেমিকাঃ রফিক,তুমি কি আজই বাবার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যাবে?
প্রেমিকঃ আজ দাঁতটা ভীষণ ব্যথা করছে। দাত তুলতে হবে। অন্য একদিন যাব।
প্রেমিকাঃ আজ গেলেই ভালো হবে। বিনা পয়সায় দাঁত তুলতে পারবে।
রোগীঃ ডাক্তার সাহেব আমার ওজন কমাতে কতদিন লাগবে?
ডাক্তারঃ আপনার ওজন কত?
রোগীঃ ১০০ কেজি।
ডাক্তারঃ ভয়ের কিছু নেই। আগের রোগীর ওজন ছিল ১৫০ কেজি। ওষুধ খাওয়ার পর প্রথম সপ্তাহে কমলো ২০ কেজি। পরের সপ্তাহে কমলো ১০ কেজি। তার পরের সপ্তাহে ১ দিনেই কমেছে ৪০ কেজি।
রোগীঃ একদিনেই এক মণ।
ডাক্তারঃ দুর্বলতার কারণে ট্রাকচাপা পড়ায় পা দুটো কেটে ফেলতে হল তো তাই।
সাংবাদিকঃ আপনার বয়স বর্তমানে ১১৫ বছর চলছে। আপনার এই দীর্ঘ জীবনের গোপন রহস্যটা আমাদের বলবেন কি?
বৃদ্ধাঃ রহস্যটা হলো আমি অনেক আগে জন্মে ছিলাম এই আর কি।
No comments:
Post a Comment