Shakib Al Hassan |
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান বাংলাদেশের গর্ব। তার জন্য আজ কাদছে পুরো দেশ। সাকিবের নিষেধাজ্ঞার খবরটি শোনা মাত্রই দেশের মানুষ দাড়িয়েছেন সাকিবের পাশে। কেনই বা দাড়াবে না সে যে শুধু দেশের নয় সারা বিশ্বের গর্ব। কোটি মানুষের ভালোবাসায় সিক্ত সাকিবকে দেখা যাবে না ১ টি বছরের জন্য কোন খেলাতে। ভাবতেও কষ্ট লাগে। যে সাকিব বিহীন বাংলাদেশ কিভাবে খেলবে T20 বিশ্বকাপ?
বাংলাদেশের জান সাকিব ফিরে আসবে আবার বাঘের গর্জন নিয়ে আমরা সেই অপেক্ষার প্রহর গুনতে থাকব। আবার কবে দেখব আমাদের সবার প্রিয় সাকিবকে যে একাই হারিয়ে দিবে প্রতিপক্ষকে। বাংলাদেশের মানুষের কাছে আজকের কালো দিনটা স্মরণীয় হয়ে থাকবে। সাকিব ইনজুরিতে পড়লেই আমরা ভাবতে থাকি এবার কি হবে? কে পূরন করবে সাকিবের অভাব? আর আজ আমাদের সেই সাকিবকে ছেড়েই খেলতে হবে না জানি কতদিন। হয়ত সবার কাছে এটা অনেক কম সময় তবে আমাদের কাছে এ সময় অনেক দীর্ঘ।
জুয়ারিদের প্রস্তাব তুমি করিলে না আজ্ঞা তবে কেন পেতে হবে শাস্তিস্বরূপ নিষেধাজ্ঞা বাংলাদেশের জান তুমি, বাংলাদেশের প্রান সর্বদা রেখেছো তুমি আমাদের মান নিজের সেরাটা দিয়ে খেলেছ সারাক্ষণএ জাতি তোমায় মনে রাখবে আজীবন আবার নিয়ে আসবে তুমি বাঘেরই গর্জন অপেক্ষার প্রহর গুনতে থাকব সারাক্ষণ
No comments:
Post a Comment