ছোটরা কি ফেলনা

ছোটরা কি ফেলনা...


বড়দের কাছে ছোটরা আর গৃহপালিত গরুটার বোধ হয় কোন পার্থক্য নেই। তবে কালবিশেষে পোষা কুকুর ছোটদের চেয়ে উচ্চশ্রেণীতে পড়ে তাদের কাছে। ধরুন কুকুরটা বেশীক্ষন ধরে ডাকল লোকে ভাববে চোর এসেছে,তক্ষুণি সবাই লাঠি-সোটা নিয়ে পুরো বাড়ি তন্ন তন্ন করে খুজে ফেলবে যদিও বা ডাকটা কুকুর খিদের জন্য ডেকে থাকে তবুও। কিন্তু যদি একটা ইন্টেলিজেন্ট বাচ্চা কোন গোয়েন্দার মত একটা বড় ক্রাইম সিক্রেট বের করে বার বার বড়দের কাছে সাহায্য চায় তার অর্থ কি জানেন? "হাম্বা হাম্বা।" চুপ হয়ে গেলে ভাল। বেশি চেঁচাতে গেলে দু' গাল কিংবা পিঠ অথবা কান লাল হয়ে যাবে। তাদের মতে শিশুদের একমাত্র কাজ খেলাধুলা ও অন্যান্য সব ছেড়ে বইয়ে মুখ গুজে থাকা। "পরীক্ষায় ফার্স্ট হতে হবে, মানুষের মত  মানুষ হতে হবে।" আর পরীক্ষায় কম নম্বর পেয়েছে তো হয়েছে। নাওয়া খাওয়া বাদ দিয়ে শোনো-বাবা বলবে, আমি কি মাথার ঘাম পায়ে, ফেলি এজন্য। চাওয়ার আগে সব হাজির করে দেই। অমুককে দেখে সংসারে কত অভাব তবু ফার্স্ট হয়েছে। বড়বা সাধারণত একে অপরের সামনে নিজেদের বাচ্চাকে অপদার্থ, অলস,খারাপ, মূর্খ, বেয়াদব ইত্যাদি গুনে গুণাম্বিত করে নিজেদের ধন্য মনে করে। তাদের মতে একটি শিশুর না আছে মর্যাদা না আছে সম্মানবোধ। যখন ইচ্ছা তাদের অপমান করা যায়। এমনকি নিজেদের অক্ষমতার কাছে ছোটদের সক্ষমতার স্বীকৃতি দিতে তারা নারাজ। ধর তোমার বাড়ির পানির কল খারাপ। পানি উঠছে না। ভীষণ টাইট। তোমার বাবা-মা তা থেকে পানি তুলতে পারছে না। তোমার বয়স ১২/১৩ বছর। তুমি শক্তি প্রয়োগ করে তুললে। তখন তোমার মা মুখ বাকিয়ে বলবেন, আমারা নাড়িয়ে- নাড়িয়ে ঢিল করে দিয়েছি তাই পেরেছ।
  By-Robin
©Copyright2018 StorylandBD
STORYLANDBD
STORYLANDBD

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a Comment