লৌহ মানব
শিশু সওগাত,১০ম সংখ্যা.
শ্রীপ্রবীর কুমার গোস্বমা
সম্পাদকঃ মোহাম্মদ নাসির উদ্দীন
<STALIN> Photo credit: Pixabay |
রাশিয়ার প্রকান্ড তুষার প্রান্তর সাইবেরীয়া...........চারদিকে শুধু বরফ- যেন বরফেরই রাজ্য। কোথাও সবুজের চিন্হ মাত্র নেই। মাঝে মাঝে দমকা বাতাসের ঝাপটা এসে ছোট ছোট তুষার এদিক ওদিক ঝেটিয়ে নিয়ে যাচ্ছে।
এক যুবক- সে চলেছে সেই প্রান্তর দিয়ে। বরফের কুচি এসে বিধছে তার সর্বাঙ্গে তীরের মত। অবশ দেহ নিয়ে চলছে তবু। চক্ষু দুটি তার তীক্ষ্ণ। সারা মুখমন্ডলে দৃ়ঢ়তার চিহ্ন। মাঝে মাঝে সে পেছন ফিরে লক্ষ করছে কেউ আসছে কিনা। জেল থেকে পলাতক সে। কিন্তু পরে নিজের সন্দেহে নিজেই হাসছে। কে এই মৃত্যুর পথে তাকে অনুসরন করছে?
যুবক ভেবে চলেছে জারের নৃশংস অত্যাচারের কথা, সারা দেশবাসী কি অসহ্য নির্জাতনই না সহ্য করছে। মুখ ফুটে বলবার উপায় নেই- তাতে মৃত্য নির্ঘাত। কিন্তু অসহ্য!....হঠাৎ যুবকের কাশি আসে। কাশির সঙ্গে পড়ে দু ফোটা রক্ত। কয়েদখানায় ক্ষয়রোগ তাকে আক্রমন করেছে। দেশকে ভালোবাসার প্রতিদান অস্বাস্থ্যকর জেলখানা- আশ্চর্য!
যুবকের পা ভেঙ্গে আসে......তবু চলতে হবে....এ চলার যেন বিরাম নেই। শেষে এক কুড়ের সামনে এসে দরজায় ধাক্কা দেয়। কিন্তু তখনই মৃর্চ্ছা যায়।
গৃহস্বামী দরজা খুলে চমকে দেখে তার সম্মুখে সর্বাংগ বরফে ঢাকা এক জন্তু পড়ে রয়েছে। শরীর বরফ মুক্ত করে, মানুষ দেখে সে তার সেবা করে।
আশ্চর্য্য.......তখন যুবকের শরীরে ক্ষয়রোগের চিহ্ন মাত্র নেই। সাইবেরিয়ার তুষার ঝটিকা যেন তার সমস্ত রোগ চুষে নিয়েছে।
কে এই অসম-সাহসী যুবক যে দেশের জন্য অনিবার্য মৃত্যুর কবলে ঝাপ দিতেও কুন্ঠা বোধ করে নি- তা কি তোমরা জান?
ইনি বর্তমান(১৩৫২ বঙ্গাব্দ) রাশিয়ার সর্ব্বেসর্ব্বা স্টালিন বা লৌহ-মানব। সত্যিই কি ইনি লৌহ মানব ছিলেন না?
সংগ্রাহক-রবিন।
No comments:
Post a Comment