একদিন আমি তোমাকে হারিয়ে ফেলব । সেদিন অনেকেই আমাকে বোঝানোর চেষ্টা করবে তোমার থেকেও ভাল কাউকে পাব আমার জীবনে। কিন্ত আমিতো তোমার থেকে ভালো কাউকে চাইনি। আমিতো চেয়েছিলাম তোমার সাথে বাচতে। সেদিন আমাকে এটা বলেও অনেকে সান্তনা দিবে যে তুমি আমার ভাগ্যে ছিলে না। তবে আমিতো আল্লাহর কাছে তোমাকেই চেয়েছিলাম। নিয়তি বড়ই নির্মম সব কিছু কেড়ে নেয়। সবাই চেষ্টা করবে আমি যেন তোমাকে ভুলে যাই।
তবে আমি যে পাগল তোমার জন্য। মেনে নিতে পারবো না তুমি নেই আমার জীবনে । আমার সব স্বপ্ন ভেঙ্গে যাবে। এই সমাজ, তোমার পরিবার কেড়ে নিবে তোমাকে শুধু মাত্র আমি সেদিন প্রতিষ্ঠিত থাকব না বলে। হয়ত সব কিছু ঠিক হয়ে যাবে তবে তোমাকে না পাওয়ার কষ্ট রয়েই যাবে। আমি প্রতিষ্ঠিত হয়ে যাবো একদিন তবে শুধু থাকবে না তুমি সেদিন। হয়ত অন্য কারো হয়ে বাচতে হবে তোমাকে। হারিয়ে যাবে দুজনে মিলে দেখা কতনা স্বপ্ন।
আর হয়ত হঠাৎ একটা মেসেজ আসলে দৌড়ে দেখা হবেনা। আর হয়ত কারো মেসেজ পেলে খুশিতে আত্নহারা হওয়া হবে না। আর হয়ত ফোনটা হাতে নিয়ে কারো মেসেজের অপেক্ষা করা হবেনা। আমি সব মেনে নিতে পারবো তবে তোমাকে ভালো থাকতে হবে খুশি থাকতে হবে। আমি তোমাকে বলেছিলাম আমি তোমার কান্না সহ্য করতে পারবো না।
এভাবেই হারিয়ে যায় অনেক ভালোবাসা। মেনে নিতে হয় শতকষ্ট হলেও আর যারা মেনে নিতে পারে না তারা বেছে নেয় আত্নহত্যার পথ। পৃথিবাটাতো মাত্র কয়েক দিনের তাহলে কেন আমাদের সমাজ সব ভালোবাসাকে মেনে নেয়না। জীবনে অর্থ প্রয়েজন তবে তার জন্য কি সারা জীবনের জন্য কাউকে কেরে নিলেই সমাধান হয়ে যাবে।
সত্যি ভালোবাসাতে কোন চাহিদা থাকে না। প্রচলিত একটা কথা আছে সংসারে যখন অভাব দেখা দেয় তখন ভালোবাসা জানালা দিয়ে পালায়। কোন মেয়ে যদি সত্যি ভালোবাসে তাহলে সে পাশে থাকলে একটা ছেলে কঠোর পরিশ্রম করে অনেক উন্নতি বয়ে আনতে পারে। আর যেই মেয়ে সত্যি ভালোবাসে সে সংসারে অভাব দেখে অন্য কারো হাত খুজেনা তার ভালোবাসার মানুষটির হাত আরও শক্ত করে ধরে।
কিন্ত সমাজ যে বড়ই নিষ্ঠুর মানবেই না। কিন্তু সেই সমাজ নিষ্ঠুর হওয়া সত্তেও কৈ ধর্ষণতো কমে না। কৈ রুম ডেট করাতো সমাজ বন্ধ করতে পারে না। অথচ বিয়ের মত পবিত্র বন্ধনে কেউ আবদ্ধ হতে চাইলে দেখে ছেলে কি করে কত টাকা আছে। দয়া করে কেউ কাউকে মন থেকে ভালোবাসলে তাদের আলাদা করে দেবেন না।
কে জানে আপনার সরকারি চাকরি করা জামাইও আপনার মেয়েকে অত্যাচার করতে পারে। সুখ কখনো টাকা দিয়ে কেনা যায় না। সরকারি চাকরি না দেখে আপনার মেয়ে যার হাতে তুলে দেবেন তার চরিত্রটা দেখেন। কেননা কোটি টাকাতেও অনেকে অসুখী আবার একজন রিকসা চালক ও অনেক সুখী হতে পারে। অসৎ পথে উপার্জিত অর্থ দিয়ে গর্ব না করে গরীব হয়ে সুখে বাচাটাই শ্রেয়। জীবনকে একটু ভিন্ন ভাবে দেখুন না।
বেচে থাকুক পৃথিবীর সকল ভালোবাসা। সারাজীবন এর জন্য পেয়ে যাক তার প্রিয় মানুষটাকে।
No comments:
Post a Comment