প্রিয় আম্মু,
আচ্ছা আম্মু কেমন আছো তুমি? ভালো আছোতো? নাকি সংসার আর আমাদের সামলাতে গিয়ে ক্লান্ত হয়ে পড়েছো? কারো সাথে দেখা হলেই খুব নরম স্বরে জিজ্ঞেস করি কেমন আছেন বা কেমন আছিস কিন্তু তোমাকে আজ অব্দি সেভাবে জিজ্ঞেস করা হয়নি "কেমন আছো?"
জীবনের বিভিন্ন ধাপে ভিন্নরকম মানুষের সাথে পরিচয় হয়। অনেকে অনেক অল্পদিনেই কাছের মানুষও হয়ে যায়। কেউ বেস্ট ফ্রেন্ড, কেউ বয়ফ্রেন্ড, কেউ বা ভাই কেউ আবার বোন। সবই কিন্তু বানানো সম্পর্ক। আর তাদের মধ্যে কিছু মানুষের সাথে দ্বিধাদ্বন্দ্ব যেন একদমই কাজ করেনা। আবার কিছু মানুষকে তো মূহুর্তেই জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার অধিকারও দিয়ে দেই। কিন্তু জন্মসূত্রে পাওয়া যেই সম্পর্ক, তুমি, যেই তুমি আমাকে তোমার জীবনের সর্বোচ্চ সময়টুকু দিয়েছো, জীবনে কত কিছুই না জলাঞ্জলি দিয়েছো, নিজের কত ইচ্ছেকেই না সবার অগোচরে মেরে ফেলেছো আর আমি হয়তো সেই তোমাকেই সবার চেয়ে বেশি অবহেলা করি।
আর আমার শত অবহেলার পরেও তুমি খুব হাসিমুখ নিয়ে এসে জিজ্ঞেস করো, "কিরে, কি করছিস, খাবিনা।" খুব অবাক লাগে জানো, একটা মানুষ যার সাথে একটু আগেই চিৎকার-চেঁচামেচি করলাম সে নিমিষেই সব ভুলে গিয়ে আমার খাওয়ার চিন্তা করছে। আমি জানি আম্মু আমার রাগ অনেক খারাপ। মুহুর্তেই কেনো জানি খুব মেজাজ খারাপ হয়ে যায়। নিজেকে না ঠিক রাখতে পারিনা। কিন্তু সবচেয়ে খারাপ অনুভুতি কোনটা জানো, যখন রাগ কমে গেলে বুঝতে পারি তোমার সাথে খারাপ ব্যবহার করে ফেলেছি তখন নিজেকে অনেক অপরাধী মনে হয়। তখন বালিশ ভিজিয়ে কান্নাকাটি করলেও তোমার সামনে গিয়ে বলতে পারিনা আম্মু সর্যি। কেমন জানি লাগে। তুমি আবার কি মনে করে বসো। আর আমার কথা শুনে তুমি আবার আবেগি হয়ে পড়লে সেটা হয়তো আমি নিতে পারবোনা।
অনেকে বলে বাসায় বেশিক্ষণ থাকলে ঝগড়াঝাঁটি বেশি হয়। আমিও সেটাই মানতাম। এখনো যে মানিনা তা না কিন্তু এখন কারণটা বুঝি। তোমরা আম্মুরা আমাদের চেয়ে ভালো বোঝো, আমাদের ভালো কিসে সেটা জানো তাই সারাদিন সবকিছু নিয়ে সাবধান করে যাও। কিন্তু আমরা অবাধ্য সন্তানরা ভাবি নাহ আমরা যা ভাবছি সেটাই ঠিক। এভাবেই আমাদের দূরত্বটা বাড়ছে। তুমি যতো আমার কথা ভেবে আমার দিকে এগিয়ে আসছো ততোই আমি যান্ত্রিকতা দিয়ে আমার চারপাশটাকে ঘিরে ফেলছি। জানো এসবের ভিড়ে যখন ক্লান্ত হয়ে পড়ি, মনে হয় সব ছেড়ে পালিয়ে যাই, পথিমধ্যে তোমাকে পাই। খুব যত্ন করে মাথায় হাত বুলিয়ে যখন জিজ্ঞেস করো "কিরে কি হইসে? মন খারাপ কেন? কেউ কিছু বলছে?" তখন সব ক্লান্ততাগুলো মুহুর্তেই দূর হয়ে যায়।
আমি হয়তো মা দিবসে তোমার জন্য দামি কোনো উপহার আনিনা বা ফেইসবুকে ছবি দিয়ে শুভেচ্ছাও জানাইনা। কারন তোমার জন্য আমার ভালোবাসা সবসময় একি থাকবে।
তোমার সামনে বসেই লিখছি কিন্তু কেন জানি সরাসরি কথা গুলো বলতে পারছিনা। কখনো সামনাসামনি বলতে পারবো কিনা জানিনা তবে সব কিছুর জন্য আমি সর্যি। সত্যি মন থেকে বলছি। এখন যাও ফ্রিজে গিয়ে দেখো তোমার জন্য আইস্ক্রিম এনে রেখেছি🤗
ইতি তোমার
কিছু না পারা মেয়ে…..
No comments:
Post a Comment