Journey to Khulna | খুলনা ভ্রমন

Khulna city


 ভ্রমণের নেশা টা বহুদিনের। তবে ভার্সিটিতে না উঠলে বড় হওয়া যায় না। আর স্কুলে ছোট বলে ফ্যামিলি কোথাও যেতে দেয় না। আমি  এখন উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র।  আর ইচ্ছা টাকে দমিয়ে রাখতে পারলাম না। তিন বন্ধু মিলে ঠিক করলাম যাব বাংলাদেশের তৃতীয় বৃহত্তম শহর খুলনাতে। ফরিদপুর থেকে দেড়শ কিলোমিটার পথ পাড়ি দিয়ে যেতে হয় খুলনা শহরে। যাওয়ার দিন ধার্য হল ফেব্রুয়ারি 7 তারিখ এবং তিন দিনের সফর। ৭ তারিখ আমরা ভোর ৫টায় উঠে তৈরি হয়ে নিলাম এবং সকাল সাতটায় আমাদের বাস ছিল এবং যথাসময়ে আমাদের যাত্রা শুরু করলো গন্তব্য খুলনা। আমার সাথে আরো দুই বন্ধু। 

 যাওয়ার পথে আমরা প্রথমে দেখলাম মাগুরা জেলা। এই জেলায় তেমন শহুরে পরিবেশ নেই। বরং আছে প্রাকৃতিক সৌন্দর্যে ভরা দৃশ্য। আমরা  যাচ্ছি  ফসলি জমির মাঝখান দিয়ে নানা রকম ফসল এরপর আমরা দেখতে পাই যশোর জেলা। আধুনিকায়নে ভরা এই জেলা দেখে মনে হবে যেন এক বিভাগীয় শহর। এরপর দুপুর 12:30 নাগাদ আমরা পৌঁছলাম খুলনা শহরে। এবার প্রথম কাজ হোটেল ভাড়া করা।  অামরা যাওয়ার আগেই ঠিক করে রেখেছিলাম কোন হোটেলে উঠবো  "হোটেল জালিকো"। 

 যার অবস্থান খুলনা শহরের ডাকবাংলোর কাছে আর খুলনা রেলস্টেশন থেকে পাঁচ মিনিটের পথ। এবার সবাই ফ্রেশ হয়ে বের হলাম দুপুরের খাবার খেতে।  অনেক খুঁজে হোটেল পেলাম।  তারপর খাবার খেয়ে আবার হোটেলে ফিরে রেস্ট নিয়ে তিনটায় বের হলাম ঘুরতে প্রথমে গেলাম খুলনা রেলস্টেশন তারপর গেলাম খুলনা শেখ আবু নাসের স্টেডিয়ামে। সেখান থেকে ফুলবাড়িগেট অর্থাৎ কুয়েট ক্যাম্পাস।  

KUET BUS-STORYLANDBD

KUET GATE-STORYLANDBD

ক্যাম্পাসটা খুবই দারুণ।  সন্ধ্যায় চলে গেলাম রূপসা নদী দেখতে। রাতে রুপসা সেতু সাজে এক অনন্য আলোয়। সেখানে কিছুক্ষণ থেকে রাতের খাবার খেয়ে সোজা হোটেলে ফিরলাম। তারপর দিনের প্ল্যান ছিল বাগেরহাট যাবো। সকালে ব্রেকফাস্ট করে বের হওয়ার ইচ্ছা থাকলেও পারেনি বৃষ্টির বাধায়। তাই দুপুর সাড়ে 12 টায় রওনা হলাম প্রথমে গেলাম সোনাডাঙ্গা বাসস্টান্ডে। সেখান  থেকে বাগেরহাট। 

Bagerhat Shat Gambuj Mosque- storylandbd  

তারপর ষাট গম্বুজ মসজিদ, বাগেরহাট ঘুরে আবার ফিরলাম  খুলনা শহরে। তারপর গেলাম গল্লামারী মানে খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।  

Royal Bengal Tiger- storylandbd  

তারপর একটি রেস্টুরেন্টে গিয়ে রাতের খাবার খেয়ে পুরো খুলনা শহর ঘুরলাম। 
Restaurant in Khulna-storylandbd 
রাতের খুলনা শহর দেখতে দারুন। নানান রকম জায়গার  নাম শুনেছি এখানে ময়লাপোতার মোড়, হরিণটানা। খুলনা শহর দেখে আমি সত্যি আনন্দিত। বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য বহন করে এ শহর। ইচ্ছা না থাকলেও আমাদের পরদিন চলে আসতে হয়েছিল।
STORYLANDBD
STORYLANDBD

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a Comment