ম্যাজিস্ট্রেটঃ গত বিশ বছরে আমি তোমাকে ১৪ বার এ কাঠগড়ায় দাঁড়াতে দেখেছি। তোমার কি লজ্জা শরম নাই?
আসামিঃ বিশ বছরেও যে আপনার প্রমোশন হয় নি, সেটাও কি আমার অপরাধ, হুজুর।
কামালঃ জুয়া খেলা হল হার-জিতের খেলা। আজ জিতলে কাল হারবি। পরশু একগাদা টাকা পেলে তারপর দিন একগাদা টাকা গচ্চা যাবে।
শাহেদঃ আর বলতে হবে না বুঝে ফেলেছি। সোজা কথায় আমাকে একদিন পরপর খেলতে হবে।
মানসিক হাসপাতালের এক ডাক্তার তার বন্ধুকে পাগলদের কার্যকলাপ দেখাচ্ছেন। এক ঘরে এক পাগল নিজের কপাল চাপড়াচ্ছে এবং আর এক পাগল দেওয়ালে মাথা ঠকছে
বন্ধঃ এ লোকটি কপাল চাপড়াচ্ছে কেন?
ডাক্তারঃ লোকটির স্ত্রী বিয়ের রাতে পালিয়ে যায়। সেই থেকে তার স্ক্রু ঢিলা হয়ে যায়।
বন্ধুঃ ওই লোকটি দেয়ালে মাথা ঠুকে কেন?
ডাক্তারঃ লোকটির সাথে প্রথম ব্যক্তির স্ত্রী পালিয়ে গিয়েছিল।
মহিলা ক্রেতাঃ যদি কোন তরকারি খারাপ হয় তাহলে রান্নার পরে ফেরত নিতে হবে কিন্তু?
সবজি বিক্রেতাঃ সাথে কিছু ভাত নিয়ে আসবেন আপা।
ডাক্তারঃ মিসেস খান, আপনি বোধহয় অনেকদিন শয্যাশায়ী ছিলেন।
মিসেস খানঃ বিশ্বাস করুন শুধু আমার স্বামীর সঙ্গে অন্য কারো সঙ্গে নয়।
ডাক্তারঃ আশ্চর্য! নিজেকে আপনার গরু মনে হয়? রোগীঃ জ্বী, ডাক্তার সাহেব।
ডাক্তারঃ কবে থেকে এমন মনে হচ্ছে?
রোগীঃ সেই বাছুর কালীন সময় থেকে।
ডাক্তারঃ আপনি বেশির পক্ষে আর দশ মিনিট বাঁচবেন। বলুন মরার আগে কাকে দেখতে চান?
রোগীঃ অন্য এক ডাক্তার ডাকুন প্লিজ।
ছেলেঃ বাবা জাহান্নামে কি স্কুল আছে?
বাবাঃ না তো। কিন্তু এ প্রশ্ন কেন?
ছেলেঃ তাহলে সবাই সেখানে যেতে ভয় পায় কেন?
No comments:
Post a Comment