তথ্য অধিকার ও নিরাপত্তা (copyright)

তথ্য অধিকার ও নিরাপত্তা
Image by Elionas on Pixabay
তথ্যের অবাধ প্রবাহ এবং জনগণের  তথ্য অধিকার নিশ্চিতকরনের লক্ষে বিশ্বের বিভিন্ন দেশে তথ্য অধিকার (Right to Information) আইন প্রণীত ও বাস্তবায়িত হচ্ছে। পাইরেসি কি? লেখক, শিল্পীসহ  সৃজনশীল কর্মীদের তাদের নিজেদের সৃষ্টকর্মকে সংরক্ষণ করার অধ্কার দেওয়া কপিরাইট আইনের লক্ষ। আজকের এই ইন্টারনেটের দুনিয়ায়  একজন নির্মাতার সৃষ্ট কনটেন্ট নিজের করে প্রকাশ করাই হলো কপিরাইট আইনের লঙ্গন। আজকাল YouTube, হোক বা নিজের  কোন সাইটের পোস্ট যদি কেউ কপি করে তাহলে সেটি কপিরাইট আইনের লঙ্গন। কেউ যদি কারো তৈরী কনটেন্ট কপি করে। তাহলে তার সাইট বা YouTube চ্যানেলটি বন্ধ হয়ে যেতে পারে এবং নির্মাতা ব্যাক্তি তার বানানো কনটেন্ট চুরির জন্য আইনের সাহায্য নিতে পারেন। বিশ্ববাপী পাইরেসী নজরদারী করার জন্য বিজনেস সফটওয়্যার এলায়েন্স (BSA) নামে একটি সংস্থা তৈরী করেছে। কারো বানানো কোন সফটওয়্যার পাইরেসী ও নিষিদ্ধ। পাইরেসী একটি দন্ডনীয় অপরাধ। কারন কোন শিল্পী বা প্রোগামার এর দীর্ঘদিনের শ্রম ও মেধার ফসল যদি অন্য কেউ বিনিময় মূল্য ছাড়া উপভোগ করে বা ব্যবহার করে তাহলে সেই শিল্পী নিরুৎসাহিত হয়ে পড়েন।  আর তাই আমাদের সকলের উচিত পাইরেসী থেকে বিরত থাকা এবং অন্যের সৃষ্টকর্মকে কপি না করা। কারন আপনার বানানো একটি সৃষ্টিসীল কর্ম যদি অন্য কেউ তার দাবি করে তখন আপনি চাইবেন না তা। 
STORYLANDBD
STORYLANDBD

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a Comment