আসলে কোন বিষয় বুঝে দুটো লাইন মনে রাখা যতটা সহজ কিন্তু না বুঝে কিছু মনে রাখাটাই কঠিন। একটা বিষয় না বুঝে মুখস্ত করা যায় ঠিকই এবং পরীক্ষায় ভাল ফলাফলও অর্জন করাও সম্ভব কিন্ত সেই বিষয়টাকে বাস্তব জীবনে প্রয়োগ করাটা তখন কঠিন হয়ে পড়ে। আজকাল আমাদের দেশের অনেক শিক্ষার্থী না বুঝে শুধুই মুখস্ত করে এবং ভাল ফলাফলও হয়ত অর্জন করে কিন্তু তাদের বাস্তব জীবনে তা প্রয়োগ করার ক্ষমতা নেই। ধর কেউ দুটো লাইন বুঝে পড়েছে আর অন্যজন ১০ টা পাতা না বুঝে মুখস্ত করেছে এবং পরীক্ষায় ভাল করেছে কিন্তু ওই বুঝে পড়ার মূল্য অনেক বেশী। দেখবে কোন বিষয় বুঝতে পারলে তা তোমার মনে রাখাটাও অনেক সহজ হয়ে যাবে এবং দীর্ঘদিন মনে থাকবে কিন্তু না বুঝে মুখস্ত করলে তা বেশীদিন মনে রাখতে পারবে না। আজকাল অনেক শিক্ষার্থী অনেক পরিশ্রম দেয় পড়াশুনার জন্য কিন্তু কোন বিষয় না বুঝতে পারলে তা শুধু পড়ে গেলে সেটা ক্ষণিকের জন্য মনে থাকে আর তাদের সঠিক বিকাশ হয় না কারন তারা মানুষ রুপী রোবট হয়ে যায় কারন পড়াশুনার পাশাপাশি খেলাধুলা ও বিভিন্ন বিষয়ে অংশগ্রহন করা উচিত। আর যে শিক্ষার্থী কোন বিষয় বুঝে পড়াশুনা করে সে অল্প সময়ে অধিক বিষয়ে ধারনা অর্জন করতে সক্ষম হয়।
বুঝে পড়তে কি করা উচিতঃ যে বিষয়ে তুমি পড়ছো সে বিষয়ে তোমার মৌলিক জ্ঞান থাকা আবশ্যক। প্রথমে একবার ভাল করে অল্প অল্প করে পড় যাতে বিষয়টি তুমি মনে রাখতে পার আর বোঝার সবথেকে ভাল উপায় ব্যবহারিক বা প্রাকটিকাল ভাবে শেখা তাতে বিষয়টি অনেক ভাল করে বুঝতে পারা যায়। যদি কোন গাণিতিক বিশ্লেষন হয় তবে শিক্ষকের সহায়তা নিতে পার। তারপর নিজের খাতায় নোট কর। আর ওই বিষয়ের ওপর কোন ভিডিও থাকলে দেখে নিতে পারো কারন তুমি যদি কোন সিনেমা দেখ তা অনেক দিন তোমার মনে থাকে তাই কোন বিষয় পড়ে বুঝার পাশাপাশি দেখলে এবং শুনলে মনে থাকে এবং সেই বিষয়ের ওপর ধারনা লাভ করা সম্ভব হয়। একটানা অনেকক্ষণ না পড়ে রুটিন মেনে পড়াশুনা কর এতে করে ক্লান্তি থাকবে না এবং তুমি বুঝে পড়তে পারবে।
No comments:
Post a Comment