BLOOD -(রক্ত)
রক্ত কিঃ সবাই নিশ্চয় গরু, ছাগল, ও মুরগি জবাই করতে দেখেছেন। জবাই করার স্থান খেকে ফিনকি দিয়ে লাল রঙের যে তরল পদার্থ বের হয় তাই রক্ত। এটি একটি অস্বচ্ছ, মৃদু ক্ষারীয়, লবনাক্ত তরল পদার্থ। লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিন নামক রঞ্জক পদার্থ থাকার কারনে রক্তের রং লাল দেখায়। হাড়ের লাল অস্থিমজ্জায় রক্তকণিকার জন্ম। ব্লাড গ্রুপ বা রক্তের গ্রুপঃ একজন আশঙ্কাজনক রোগীর জন্য রক্তের প্রয়োজন, তার রক্তের গ্রুপ 'বি' পজেটিভ এরকম আমরা প্রায়ই শুনে থাকি। রক্তের গ্রুপ বা ব্লাড গ্রুপ কি? অসংখ্য পরীক্ষা- নিরীক্ষা ও গবেষণার মাধ্যমে দেখা গেছে যে, বিভিন্ন ব্যাক্তির লোহিত রক্ত কনিকায় 'A' এবং 'B' নামক দুই ধরনের এন্টিজেন (Antigens) থাকে এবং রক্তরসে 'a' ও 'b' দুই ধরনের এন্টিবডি (antibody) থাকে। এন্টিজেন ও এন্টিবডির উপর ভিত্তি করে মানুষের রক্তকে বিভিন্ন গ্রুপে ভাগ করা হয়। একে ব্লাড গ্রুপ বলে। বিজ্ঞানী কার্লল্যান্ড স্টেইনার ১৯০১ সালে মানুষের রক্তের শ্রেণীবিন্যাস করে তা 'A', 'B', 'O', 'AB' এই চারটি গ্রুপের নামকরন করেন। আজীবন একজন মানুষের রক্তের গ্রুপ একই রকম থাকে, পরিবর্তন হয় না।
মানুষের রক্তে গ্রুপ অনুযায়ী দাতা ও গ্রহীতার তালিকা-
'A' গ্রুপের রক্ত যে ব্যাক্তির সে 'A' ও 'AB' গ্রুপকে রক্ত দান করতে পারে এবং 'A' ও 'O' গ্রুপ থেকে রক্ত গ্রহন করতে পারে।
'B' গ্রুপের রক্ত যে ব্যাক্তির সে 'B' ও 'AB' গ্রুপকে রক্ত দান করতে পারে এবং 'B' ও 'O' গ্রুপ থেকে রক্ত গ্রহন করতে পারে।
'AB' গ্রুপের রক্ত যে ব্যাক্তির সে শুধুমাত্র 'AB' গ্রুপকে রক্ত দান করতে পারে এবং সব গ্রুপ (A, B, AB, O) থেকে রক্ত গ্রহন করতে পারে। তাই একে সর্বজনীন রক্তগ্রহীতা (Universal receipient) বলে।
'O' গ্রুপের রক্ত যে ব্যাক্তির সে সব গ্রুপ (A, B, AB, O) কে রক্ত দান করতে পারে তবে শুধুমাত্র 'O' গ্রুপের রক্ত গ্রহন করতে পারে। তাই একে সর্বজনীন রক্তদাতা (Universal donar) বলে।
No comments:
Post a Comment