অভিশপ্ত বাড়ি...
এক গ্রামে একটি বাড়ি ছিল। সবাই জানত ওটা একটা ভূতের বাড়ি। কারন ঐ বাড়িতে যে রাত কাটাতো, সেই মারা যেত। একবার এক লোক খুব সাহস করে সেখানে রাত কাটালো। সকাল বেলা দেখা গেল সেও মারা গেছে। তারপর আর এক লোক এসে সেখানে থাকতে চাইলো তাকে লোকজন বলল, জেনেশুনে কেন মরতে যাচ্ছ ? লোকটি বলল, মারা যাব বেশ ভাল কথা, জানতে তো পারবো, কেন মানুষ মারা যায়। লোকটি সে বাড়িতে থাকল। হঠাৎ মাঝরাতে শিকলের ছমছম আওয়াজ, দেখাগেল বিশাল দেহী একজন লোক যার চার হাত-পায় চারটি শিকল। লোকটি ধীরে ধীরে ঘরের দিকে এগুচ্ছে। যখন দুজন খুব কাছাকাছি এসে গেল তখন শিকল পড়া লোকটি পেছন দিকে যেতে লাগল আর কুয়োর কাছে গিয়ে অদৃশ্য হয়ে গেল। এভাবে কিছুদিন একই ঘটনা ঘটল। তারপর লোকটি পুলিশের কাছে গিয়ে সব ঘটনা খুলে বলল। পুলিশ বলল, যেখানে সেই লোকটি অদৃশ্য হয় সেখানে আপনি চিহ্ন দেবেন। লোকটি সেদিন রাতে চিহ্ন দিল। পরদিন পুলিশ সেখানে মাটি খুড়ল। দেখলেন একটি কঙ্কালের চার হাত-পা শিকল দিয়ে বাধা। তারপর সেই গ্রামের এক বৃদ্ধের কাছ থেকে জানা যায়। যে ঐ বাড়ির সব লোকের মৃত্যুর পর তাদের চাকরটি ঐ বাড়িতে ছিল, তাকে এক রাতে কয়েকজন ডাকাত শিকল বেধে জ্যান্ত অবস্থায় পুড়িয়ে মারে তারপর তার কঙ্কাল মাটিতে পুতে ফেলে। এসব ঘটনা শোনার পর ঐ লোকের কঙ্কালকে শিকল মুক্ত করে দাফন করা হল। তারপর থেকে ঐ বাড়িতে আর কোনো মৃত্যু হয়নি।
লেখকঃ রবিন
All rights received by storylandBD
No comments:
Post a Comment