নিজের দেশ





নিজের দেশ-
রবিন
আমার দেশ, তোমার দেশ,
নিজের দেশ- নিজের দেশ।
নাম তার বাংলাদেশ।
হাসির দেশ খুশির দেশ,
আমাদের বাংলাদেশ।
ধানের দেশ গানের দেশ,
মোদেরই বাংলাদেশ।
রূপের কন্যা রূপসি দেশ,
সোনার বাংলাদেশ।
স্বপ্নে দেখা রূপকথারই রূপছড়ানো দেশ,
বাংলাদেশ!
সবুজ রঙের শ্যামল বরন দেশ,
সে তো আমার দেশ।
বনের দেশ নদীর দেশ,
বাংলাদেশ।
দোয়েল-কোয়েল ফিঙে-ঘুঘুর,
সোনার বাংলাদেশ।
বসন্ত কোকিলের মন মাতানো সুরের দেশ,
বাংলাদেশ।
নদীর বুকে পাল ওড়ানো দেশ,
বাংলাদেশ।
লক্ষ বীরের জন্মভূমি-
সেতো বাংলাদেশ।
ফুল ফোটানো শ্যামল প্রকৃতির দেশ,
আমার বাংলাদেশ।
ছোট্ট একটি দেশ-
সে আমাদের বাংলাদেশ।
সূর্যরশ্মি আর জোনাকি তারার দেশ,
বাংলাদেশ।
চাঁদের জোৎস্না মাখানো মায়াবী সুন্দর দেশ,
বাংলাদেশ।
বীর শহীদের রক্তে রাঙানো দেশ,
বাংলাদেশ।
আমার দেশ তোমার দেশ,
নিজের দেশ-নিজের দেশ,
এইতো বাংলাদেশ।

STORYLANDBD
STORYLANDBD

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a Comment