রবিন
বাংলাদেশের মাটি আমার
বাংলাদেশের মাটি,
তোমায় আমি ভালবাসি-
তুচ্ছ করে আগুন-পানি,
প্রানের জোরে লাঙল টানি,
ধূলোয় তোমার কুড়াই মানিক,
দিবস রাত্রি খাঁটি।
তোমার মাটির কোলের পরে-
আমার সকল ক্লান্তি সারে।
দিনের শেষে ঘুমাই সেথা-
চাই না শীতল পাটি,
এই খানে শোর বাপ দাদারা-
ঘুমিয়ে আছেন সুখে।
আজও তাদের প্রাণের পরশ,
পাই এ ধূলির বুকে।
তাই-তো তোমায় ভালবাসি,
প্রাণের চেয়েও খাঁটি।
বাংলাদেশের মাটি,
আমার বাংলাদেশের মাটি।
No comments:
Post a Comment