অজানা দুনিয়ার মানুষের হাতছানি.




অজানা দুনিয়ার মানুষের হাতছানি
আজ যে ঘটনাটি বলব তা আমাদের দুই বন্ধুর সাথে ঘটে। গ্রীষ্মের ছুটি পরলে আমার দুই বন্ধু(প্রবীর ও রবিন) আমাদের গ্রামের বাড়ি যেতে চায়। সংগত কারনে আমি আমার গ্রামের নামটি বলছি না। একদিন আমরা তিনজনে গ্রামের বাড়ি যাওয়ার পরিকল্পনা করি। প্রবীর ও রবিনকে আমার ডেকে নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু প্রবীরকে আমি রাস্তায় দেখি এবং আমরা রবিনকে ডেকে নিয়ে রওনা দিই। তখন আসরের আযান দিয়েছে। শুরুতেই বলে রাখা ভাল সেদিন আমার ও রবিনর, অর্ণবের আচরন অদ্ভুত লাগছিল। যেমন ওকে কিছু জিজ্ঞাসা করলে ও কোন কথা বলছিলো না. বাড়ি গিয়ে খেয়ে দেয়ে ঘুরতে বের হই। আমারা ক্ষেতের আইল দিয়ে হাটছিলাম আর অর্ণবের সাথে কথা বলছিলাম কিন্তু ও কোন কথার উত্তর দিচ্ছিলোনা। হাটতেহাটতে আমরা এমন এক জায়গায় আমরা একটি পুকুরের কাছে আসি যার চারপাশটা অনেক উচু ছিল আর এক কোনে একটি বাঁশঝার ছিল। মাগরিবের আযানের সময় প্রবীর বলল তোরা হাট আমি একটু আসছি। আমরা ব্যাপারটা স্বাভাবিক ভাবে নিয়েছিলাম। কিন্তু অনেকক্ষন অর্ণবের জন্য অপেক্ষা করার পর আমরা ওকে ডাকছিলাম আর খুজছিলাম। তখন সন্ধা হয়ে গেছে। আমি আর রবিন যখন বা্ঁশঝারের কাছে এলাম তখন যা দেখলাম তা দেখার জন্য আমরা প্রস্তুত ছিলাম না। আমরা দেখলাম অর্ণবের লাশ একটি বাঁশের সাথে ঝুলছে। আমরা আল্লাহর নাম করতে করতে সেখান থেকে দোড় দিই। বাড়িতে এসে কাওকে কিছু বললাম না। ঘটনাটা এখানেই শেষ হলে ভালো হত। কিন্তু এরপর শুরু হল আরও ভযংকর ঘটনা। পরদিন আমরা ফিরে এসেই আমরা প্রবীরদের বাসায় যাই আর দেখি অর্ণবের লাশ কিন্তু ওর মা বলল ও নাকি কাল বাসা ছেড়ে কোথাও যায় নি। সব ভুলে থাকার চেষ্টা করলেও রাতে একটা স্বপ্ন সব মনে করিয়ে দিল। আমি স্বপ্নে দেখি  যে প্রবীর বলছে আমি তোদের ছাড়বোনা... এর অনেকদিন পর একদিন মা আমাকে একা বাসায় রেখে গ্রামের বাড়তে যায়।। সেদিন রাতে আমি TV দেখছিলাম এমন সময় মনে হল কেউ যেন আমার সামনে দিয়ে কেউ চলে গেল। ব্যাপারটা আমি পাত্তা দিই নি। কিন্তু কিছুক্ষন পর যা দেখলাম তা আমার চোখকে বিশ্বাস করছিলো না। আমি দেখলাম প্রবীর এসে আমার পাশে বসে বলছে তোকে আজ আমি মেরে ফেলবো ওর গলায় রশির দাগ ছিলো। আমার মুখ দিয়ে কোন কথা বেরোচ্ছিলেনা। তখন আমার মনেহচ্ছিল আমি আর পৃথিবীতে নেই। তারপর আর আমার কিছু মনে নেই। সকালে দেখি মা পানি ঢালছে আমার মাথায়।তারপর আমি মাকে সবকিছু বলি। এরপর আমি ও রবিন একজন হুজুরের কাছে যাই। যদিও ঘটনা আমার সাথে ঘটেছিল। এরপর হুজুর আমাদের কিছু তাবিস দেয়। তারপর আর কোন সমস্যা হয়নি।  
গল্পটি যদি আপনাদের ভাল লাগে অবশ্যই কমেন্ট, শেয়ার করবেন
গল্প পড়তে থাকুন, গল্পের দুনিয়ায়, লিখুন আপনার গল্প।

লেখক-রাজ
STORYLANDBD
STORYLANDBD

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a Comment