গোপাল ও গোপালের ছেলেবেলা




গোপাল ও গোপালের ছেলেবেলা
Once upon a সময় এক বিখ্যাত কুখ্যাত যাই হোক এক স্বর্ণকার পরিবারে জন্মগ্রহন করেন এক শিশুবাবা-মা আদরকরে তার নাম রেখেছিলেন দিগন্ত। আর দিগন্তের দাদা তার নাম রেখেছিলেন গোপাল। অবশ্য বর্তমানে সে গোপালের মা নামে অধিক পরিচিত। গোপাল ছিল হাসি-খুশি, মোটা-সোটা একটা ছেলে। গোপালের জন্মের কথাঃ একবার গোপালের mom এর হলো কঠিন অসুখ। গোপালের বাবা এমবিবিএস ডাক্তার আনলেন কিন্তু ডাক্তার তার অসুখ সারাতে পারল না। কত ওষুধ কত বদ্যৈ আনল কিন্তু কাজ হলো না। শেষে গোপালের বাবা আনলেন ফকির ইমরান আহমেদকে। সে বলল বাবুলাল তুমি অতিস্তর পিতা হতে চলেছো। তুমি এমন এক সন্তানের পিতা হতে চলেছো যার বীরত্বের কথা পৃথিবীতে সিলভারের অক্ষরে লেখা থাকবে। তখন বাবুলাল ফকিরকে প্রশ্ন করল আচ্ছা আমাদের তো সোনার দোকান তাহলে আমার ছেলের নাম সিলভারের অক্ষরে লেখা হবে স্বর্ণ অক্ষরে নয় কেন? তখন ফকির বলল,আরে ও তো তোমার দোকানের সব স্বর্ণ চুরি করে পাচার করবে। তাই লেখার জন্য স্বর্ণ কম পড়বেএজন্যই স্বর্ণ অক্ষরে লেখা হবে না। গোপাল জন্মগ্রহন করল। সত্যিই ফকিরের কথা সত্য হলো। শৈশবেই গোপালের বীরত্বের লক্ষন ফুটে ওঠে। গোপাল বীর হবেই না কেন স্বযং বাবুলাল কর্মকার তার পিতা। তার পিতামহের নাম অবশ্য মনে নেই তাছাড়া তার প্রপিতামহ ছিলেন কে mind এ আসছে না। এদেরই বংশে জন্ম তার। সে কি আর সামান্য বীর সেও বাচ্চা ইদুরের লেজ ধরে টান মারে, এক থাবায় বাঘের নয় তার চেয়েও ভয়ংকারি বিড়ালের লোম উঠিয়ে নিয়ে যায়। তবে বিড়াল তাকে আচর মারতে ছাড়ে না।
                                     writer:Islam SAIF
STORYLANDBD
STORYLANDBD

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.