সেলিব্রেটি হতে চাই...




Celebrity হতে চাই...
একদা এক সময়ে একজন বিখ্যাত লোক ছিল, যার নাম ছিল ইমরান ফকির যিনি সবসময় জনপ্রিয়তা অর্জন করতে চাইতেন মানে সেলিব্রেটি হতে চাইতেন। কিন্তু কেউ তাকে তেমন একটা পছন্দ করতেন না কেননা তিনি ছিলেন একটু রাগী প্রকৃতির ছিলেন। লোককে বিনা কারনে মারতেন। যদিও তার স্বভাব ছিল মূলা বাছুরের মত। যেমন, তিনি পড়তে গেলে কারো না কারো হাতে দাগ দিতেন, বোকার মত ৩২পাটি দাত বেড় করে হাসতেন এবং তিনি সকালে দাত ব্রাশ করতেন না। কেননা তার বিশ্বাস ছিল যে সে যদি দাত ব্রাশ করে তাহলে তার দাত পোকায় খাবে। আমাদের ব্যাচের তিনি ছিলেন বয়জৈষ্ট লোক তবে তাকে কেউ মানতেন না। তার বিভিন্ন নামে খ্যাতি ছড়িয়ে পরে। তাকে আমরা বিভিন্ন নামে ডাকতাম যেমনঃ বুড়ো, পুষ্টিহীন ইত্যাদি।যদিও পুষ্টিহীন নামটা দিয়েছিলেন আমাদের এক স্যার। প্রথম দিকে সে নেতা হওয়ার মধ্যে দিয়ে সেলিব্রেটি হতে চাইতেন। কিন্তু তাকে কেউ নেতা হিসেবে মানত না। তখনকার একটি ঘটনা পরীক্ষা চলছিল সবার পরীক্ষার হলে ছোটরা চেচামেচি করছিল তখন ফকির ইমরান সবাইকে জোড়ে ধমক দেয় কিন্তু সবাই আরো জোড়ো চোচামেচি করে। পড়ে তিনি যখন দেখলেন তাকে কেউ নেতা হিসেবে মানে না বরং তাকে সবাই অপঃ দেয় মানে অপমান করে। তাই তিনি ভাবলেন নেতা হয়ে সেলিব্রেটি হওয়া যাবে না. তাই তিনি ভাবতে শুরু করলেন অন্য কীভাবে সেলিব্রটি হওয়া যায় এবং অবশেষে তিনি ভেবে পেলেন যে ডাক্তার হওয়ার মধ্যে দিয়ে সেলিব্রেটি হওয়া যায় এবং তিনি অনেক কষ্ট করে ডাক্তারি পড়া শেষ করেন এবং অবশেষে ডাক্তার হয়। ডাক্তার হওয়ার পড়ে একজন রোগী আসেন তার কাছে এবং বলেন তার দাদা খুব অসুস্থ তার ট্রিটমেন্ট করতে ফকির ইমরান তার ট্রিটমেন্ট করেন কিন্তু তার ঔষধে রোগী ভালো হওয়ার চেয়ে খারাপ হয় এবং একসময় সে মারা যায়। এতে তার নাতি তাকে অনেক ধন্যবাদ জানায় এবং বলে সে সবাইকে তার নিকট থেকে চিকিৎসা নিতে বলবে- কেননা তার দাদা মারা যাওয়ায় সে সব সম্পত্তির মালিক হবে. ফকির ইমরান এবার বুঝতে পারল যে সেলিব্রেটি হয়ত আর হতে পারবে না।
-Celebrity হতে চাই part-02
Coming soon.
STORYLANDBD
STORYLANDBD

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a Comment