ইঁদুরের ইতিকথা I বস্ত্র কেন কাটে ইঁদুর?





আমার কাঁথা কাইটা করল কি, বালিশ কাইটা করল কি?
ওরে ঐ ইন্দুর বাবাজি।
হাই কোর্টেতে বিচার দিবসাক্ষী রাখব টিকটিকি....

এই মজার ছড়াটা আমরা অনেকেই হয়ত আগে থেকেই জানি। তবে ইদানিং বিভিন্ন পাবলিক প্লেসে ভ্রাম্যমান হকাররা এই গান গেয়ে প্রচার করে এবং ইঁদুর মারার ঔষধ বিক্রি করে। ইঁদুর মারার জন্য আমাদের কত পায় তারা। এখন কথা হচ্ছে ইঁদুরের সাথে কি নিয়ে আমাদের এত শত্রুতা। ইঁদুর আমাদের খাবার, প্রয়োজনীয় জিনিসপত্র কেটে দফারফা করে দেয়।

   তো খাবারের বিষয়টা না হয় কম্প্রোমাইজ করা গেল কিন্তু দিত্বীয় কাজটাতো বড় ক্রাইম। এখন প্রশ্ন হল ইঁদুর কেন এসব করে। আসলে ইঁদুরের দুই পাটির ঠিক মাঝমাঝি জায়গায় দুটি করে মোট চারটি দাঁত থাকে। এগুলো হচ্ছে কাটিং টিথ। এই দাঁতগুলোর ভিতরের একটি অংশ হচ্চে ডেন্টিন- যার ভিতরে রক্তবাহী নালি ও স্নায়ুকোষ থাকে। এই নালি দিয়ে রক্ত চলাচলের মাধ্যমে দাঁতে পুষ্টি পৌছায় এবং বৃদ্ধিসাধন করে। মানুষ এবং অন্যান্য প্রাণীর ক্ষেত্রে দাঁতের এই বৃদ্ধির একটি সীমা আছে। তাই মানুষের ওই সীমা অতিক্রম করার পর আর দাঁতের বৃদ্ধি হয়না। তবে ইঁদুরের ক্ষেত্রে এই বৃদ্ধি হয় সারা জীবন। অবশ্য তা কেবল কাটিং টিথএর ক্ষেত্রে। কিন্তু এই দাঁতগুলো যদি কেবল বাড়তেই থাকে তাহলে ইঁদুরের কি অবস্থা হবে ভাবুন তো। তাই দাঁত ক্ষয় করে সঠিক সাইজে রাখার জন্য ইঁদুর সামনে যা পায় তাই কাটতে থাকে।
এই হলো ইঁদুরের ইতিকথা...  

STORYLANDBD
STORYLANDBD

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a Comment