ইলেকট্রনিক যন্ত্র ব্যবহার করলে নানা সমস্যার সম্মুখীন হতে হয়। কম্পিউটারের কিছু সমস্যা ও সমাধানঃ
- সিস্টেম চালু হচ্ছে না- এক্ষেত্রে মেইন পাওয়ার ক্যাবলের সংযোগ loose বা ঢিলা কিনা দেখতে হবে, মেইন বোর্ডে পাওয়ার আসছে কিনা দেখতে হবে।
- কম্পিউটারের মেটাল অংশে হাত রাখলে শক্ করে- তাহলে বুঝতে হবে কম্পউটার আর্থিং করা নেই। তাই ইলেকট্রিশিয়ান দ্বারা যথাযথভাবে আর্থিং করে নিতে হবে।
- Out of memory or Not enough memory মেসেজ দেখায়- কম্পিউটারে অতিরিক্ত প্রোগ্রাম ইনস্টল করলে এ সমস্যার সম্মুখীন হতে হয়।
- মনিটরে কোন পাওয়ার নেই- পাওয়ার বোতাম চালু আছে কিনা দেখতে হবে।
- ভাইরাসজনিত সমস্যা হলে- এন্টিভাইরাস দ্বারা ভাইরাস ক্লিন করতে হবে
No comments:
Post a Comment