Black friday ফ্রাইডে তে থার্টিন….
ব্লাক ফ্রাইডে হলো কোন মাসের ১৩ তারিখ যদি শুক্রবারে হয় তাহলে ওই দিনকে ফ্রাইডে তে থার্টিন বা ব্লাক ফ্রাইডে বলা হয়ে থাকে। যদিও এটা কুসংস্কার তবে বর্হিবিশ্বে এটা অনেক প্রচলিত।
কেন এই দিন অশুভঃ ১৩ সংখ্যাটিকে অনেকেই অশুভ সংকেত হিসেবে বিবেচনা করে থাকেন। যাকে বলা হয় unlucky 13.
এই দিন নিয়ে কুসংস্কার সমূহঃ
- বর্হিবিশ্বের অনেকে এই দিন কোথাও বের হলে বন্ধুদের সংখ্যা ১৩ এর বেশি বা কম হয়ে বের হতে বলে।
- এই দিন নাকি আয়না দেখা নিষে। আয়না দেখলে নাকি অশুভ কিছু ঘটবে।
- এই দিনে কোন মাছের প্রচলিত নাম নেওয়া যাবে না বৈজ্ঞানিক নাম বলতে হয়।
- এই দিনে গাড়ি চালাতে সতর্ক থাকতে বলা হয়।
- এই দিনে ডান কাত হয়ে শুতে বলা হয়।
পশ্চিমাদেশে এমনি আরও অনেক কুসংস্কার প্রচলিত আছে। যদিও আমরা এসব বিশ্বাস করি না তবে দিনটি কিন্তু খুব কমই পাওয়া যায়। বছরে হয়ত দুই, তিনটা ব্লাকফ্রাইডে আসে। তবে ১৩ সংখ্যাকে কিন্তু অনেকেই অশুভ বলে ভাবেন। যদিও এর বিপরীত ও রয়েছে। তবে দিনটির হয়ত কিছু বিশেষত্ত আছে।
ধরুন আপনার সাথেই বর্ণনাকৃত বিষয়ের সাদৃশ্য ঘটল। তবে আমাদের এসব নিয়ে না ভাবাই উত্তম কেননা আমরা যখন কোন বিষয় নিয়ে ভাবি তখন তা আমাদের মস্তিষ্কে থেকে যায় এবং পরবর্তীতে এসব আমাদের মস্তিষ্ক ভাবায়।
No comments:
Post a Comment